দেশ

ছত্তিশগড়ের বীজাপুরে এনকাউন্টারে খতম ৬ মাওবাদী

ছত্তিশগড়ের বীজাপুরে এনকাউন্টারে খতম ৬ মাওবাদী। নিহতদের মধ্যে দুজন মহিলা মাওবাদীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তেলপেরু নদীর ধারের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। বস্তার জেলার ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, বেশকিছুদিন ধরেই তাঁরা মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছিল। ডিআরজি, সিআরপিএফ এবং কোবরা বাহিনী একযোগে এদিনের অপারেশনে যোগ দেয়। প্রথমে মাওবাদীদের ঘিরে ফেলা হয়। এরপর তাঁদের আত্মসমর্পণ করতে বলে পুলিশ। সেই শর্তে রাজি না হলে শুরু হয় গুলির লড়াই। ৬ মাওবাদী এই এনকাউন্টারের ফলে নিহত হন। এদের মধ্যে দুজন মহিলা। তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের এখনও শনাক্ত করা না হলেও চেষ্টা করছে পুলিশ। এনকাউন্টারের ফলে বেশ কয়েকজন মাওবাদী আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে জঙ্গলে তল্লাশি অভিযান চলছে।