বিনোদন

কলকাতা কনসার্টের আগে দিলজিৎ-এর দক্ষিণেশ্বরে কালী দর্শন

শনিবার কলকাতায় বহুল প্রত্যাশিত পারফরম্যান্স করতে চলেছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তার আগে দর্শন করলেন দক্ষিণেশ্বর কালীমন্দির। গ্লোবাল আইকনকে মন্দিরে প্রার্থনা করতে এবং আশীর্বাদ চাইতে দেখা গিয়েছে। সঙ্গে মন্দিরের বাইরে ভক্তদের সঙ্গে ছবিও তুললেন তিনি। শুক্রবার দিলজিতের মন্দির পরিদর্শনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি তিনি এক্স-এ পোস্ট করেছেন। ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন, ‘দক্ষিণেশ্বর মন্দির, কলকাতা… শ্রীরামকৃষ্ণ পরমহংস জি’। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা পাজামা পরেছেন তিনি। ক্লিপটিতে তাকে মন্দির চত্বরে ধ্যান করতে দেখা গিয়েছে তাঁকে। হাতে জবা ফুল নিয়ে তা ঠাকুরের কাছে দেন। একটি ফুটেজে তাঁকে দেখা যায় নাট মন্দিরে বসে, এক দৃষ্টিতে তাঁকিয়ে আছেন কালী মূর্তির দিকে। মায়ের মন্দির থেকে হাতে করে আশীর্বাদী জবা ফুল নিয়ে বেরোন তিনি। যা ধরে রেখেছিলে দু হাতের মুঠোতে। মন্দির থেকে বাইরে বেরনোর পর দিলজিৎ তাঁর ভক্তদের সঙ্গে কথা বলেন। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ছবি তোলেন, যাঁরা তাঁদের প্রিয় গায়ককে এক ঝলক দেখার জন্য সেইসময় রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিল।