বিনোদন

অসুস্থ বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই, ভর্তি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ডিরেক্টর সুভাষ ঘাই। জানা গেছে ৭৯ বছর বয়সী পরিচালক বুধবার দুর্বলতা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে রয়েছেন, যার মধ্যে রয়েছেন কার্ডিওলজিস্ট ডাক্তার নীতিন গোখলে, স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার বিজয় চৌধুরী এবং পালমোনোলজিস্ট ডাক্তার জলিল পার্কার। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, হাসপাতালের একটি সূত্র পরিচালকের স্বাস্থ্যের আপডেট দিয়ে জানিয়েছে, ‘উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে’! যার কারণে তাঁকে শীঘ্রই আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে। এরইমধ্যে হাসপাতাল বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই সুভাষ ঘাইয়ের ব্রেনের সিটি এঞ্জিওগ্রাম, চেস্ট ও অ্যাবডোমেনের নানা পরীক্ষা চালানো হয়েছে। আরও জানা যাচ্ছে যে, সোমবার অর্থাৎ ৯ ডিসেম্বর, তাঁর পিইটি-সিটি স্ক্যাম নামের একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপরই বলা যাবে, ঠিক কী হয়েছে সুভাষের।  Ischemic Heart Disease-এ আক্রান্ত পরিচালক সুভাষ ঘাই, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি, অতি সম্প্রতি তাঁর হাইপোথাইরয়ডিজমও ধরা পড়েছে। এদিকে চলচ্চিত্র নির্মাতার মুখপাত্র জানিয়েছে যে, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে সুভাষ। তিনি সুস্থ রয়েছেন, স্থিতিশীল রয়েছেন। মানুষ যে পরিচালকের স্বাস্থ্য নিয়ে ভাবিত, তার জন্য ধন্যবাদও জানানো হয় সকলকে। সুভাষ ঘাই ‘কালীচরণ’, ‘কর্জ’, ‘হিরো’, ‘বিধাতা’, ‘মেরি জং’, ‘কর্মা’, ‘রাম লক্ষণ’, ‘তাল’, ‘সওদাগর’-এর মতো ছবি বানিয়েছেন।