দেশ

তামিলনাড়ুর রাজ্যপালকে সরাতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি ডিএমকের

এ যেন বাংলার ঘটনার পুনরাবৃত্তি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল। কোনও বিলে সই করছেন না। এই সব অভিযোগে রাজ্যপালকে সরাতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। তাদের আরও অভিযোগ, রাজ্যে ঘৃণার পরিবেশ তৈরি করছেন রাজ্যপাল আরএন রবি।তামিলনাড়ুর রাজ্যপালের ভূমিকা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণের ফটোকপি বলে মত রাজনৈতিক মহলের। তৎকালীন রাজ্যপালকে সরাতে চেয়ে একাধিক চিঠি দিয়েছিল বাংলার শাসকদল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদনও জানিয়েছিল। এবার একই ঘটনা তামিলনাড়ুতে। তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে সে রাজ্যের শাসকদল ডিএমকের বৈরিতা চরমে উঠেছে। রাজ্যপালকে পদচ্যুত করতে চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল ডিএমকে। স্ট্যালিনের দলের অভিযোগ, সাম্প্রদায়িক ঘৃণাকে উসকানি দিচ্ছেন রাজ্যপাল আরএন রবি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মানুষের কাজ করতে বাধা দিচ্ছে। বিধানসভা বিল পাশ হয়ে গেলেও তাঁর কাছে পাঠানো হলে তিনি স্বাক্ষর করছেন না। এরাজ্যেও হাওড়া-বালি পুরসভা-সহ একাধিক বিল ধনকড়ের কাছে পাঠানো হলেও তিনি স্বাক্ষর করেননি। নানা অজুহাতে রাজভবনে পড়ে থাকত বিল।ডিএমকে নেতৃত্বের অভিযোগ, সংবিধান মানছেন না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এসমস্ত কিছুরই উল্লেখ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন রাজ্যপাল। এগুলো রাজদ্রোহ হিসেবে গণ্য করা যায়।