কলকাতা ক্রাইম

ঘরোয়া পার্টিতে মহিলার সঙ্গে অশ্লীল ভিডিও, ভাইরালের হুমকিতে ব্ল্যাকমেইল চিকিৎসককে!

চিকিৎসকের অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি! সেই হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার চার। অভিযুক্তদের গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। সূত্রে খবর, গতকাল লেকটাউনের বাসিন্দা এক চিকিৎসক বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তিনি সল্টলেকের জিডি ব্লকে ৫০ নম্বর বাড়িতে এক পূর্বপরিচিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই সময় তিনি দেখতে পান, নবীন নামের সেই ব্যক্তির বাড়িতে একজন মহিলাও উপস্থিত আছেন। তিনি ঘরে প্রবেশ করলে নবীন তাঁর আরও ৩ বন্ধুকে ডেকে নেন। ঘরের মধ্যে পার্টি শুরু করেন। সেই পার্টি চলাকালীন ওই চিকিৎসকের সঙ্গে ওই মহিলার কিছু অশ্লীল ভিডিও মোবাইলে রেকর্ড করে অভিযুক্তরা। এরপরই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে। হুমকি দিয়ে ভয় দেখিয়ে ওই চিকিৎসকের কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়েও নেয় অভিযুক্তরা। এরপরই ওই ঘর থেকে বেরিয়ে সোজা বিধাননগর দক্ষিণ থানায় এসে ঘটনার কথা জানান। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। তদন্ত শুরু করে নবীন চক্রবর্তী, বিপ্লব মন্ডল, রবি শেখ ও সুজন মন্ডলকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। পুলিস সূত্রে খবর, এই চক্র এর আগেও বিভিন্ন মানুষের থেকে এইভাবে ভয় দেখিয়ে টাকা লুট করেছে। তবে এই চক্রের সঙ্গে ওই মহিলাও যুক্ত কিনা, সেই বিষয়েও তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।এই চক্রের সঙ্গে ওই মহিলাও যুক্ত কিনা, সেই বিষয়েও তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।