বাইডেনের কাছে ২০২০ সালে হেরে যাওয়ার পর আরও একবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্প। আজ তিনি ঘোষণা করেন ২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এবার নতুন করে কোমর বেঁধে মার্কিন মসনদে বসার লড়াই শুরু করলেন ট্রাম্প। জানিয়ে দিলেন, ”আজকের দিনটা দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য হতে চলেছে। আমেরিকার প্রত্যাবর্তন এই শুরু হল। আমি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা করছি।” জানালেন তিনি লড়াই করতে তৈরি। তাঁর এই কথা ঘোষণার পর থেকেই ট্রাম্পের সমর্থকদের মনে খুশির হাওয়া। আগেই তিনি ঘোষণা করেছিলেন ১৫ নভেম্বর বড় ঘোষণা করবেন। অবশেষে মঙ্গলবারই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ২০২৪ সালে তিনি ফের মার্কিন নির্বাচনে লড়বেন। ৭৬ বছরের নেতার দল ইতিমধ্যেই এই সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে হোয়াইট হাউসে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান নির্বিশেষে তিনিই প্রথম হেভিওয়েট প্রার্থী, যিনি পরের নির্বাচনে লড়ার কথা ঘোষণা করলেন।