দেশ

দিল্লির রোহিণী আদালতের বিস্ফোরণকাণ্ডে ধৃত ডিআরডিও বিজ্ঞানীর আত্মহত্যার চেষ্টা

দিল্লির রোহিণী আদালতের বিস্ফোরণ জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেল যে ডিআরডিও বিজ্ঞানী ভারত ভূষণ কাটারিয়াকে গ্রেফতার করেছিল, তিনি আত্মহত্যার চেষ্টা করলেন ৷ জেলের শৌচালয়ের হাত ধোয়ার লিকুইড সাবান খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন জানা গিয়েছে ৷ পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ধৃত বিজ্ঞানী ৪৭ বছরের ভারত ভূষণ কাটারিয়া পুলিশের হেফাজতেই আত্মহত্যার চেষ্টা করেন ৷ গতকাল মধ্যরাতে তিনি শৌচালয়ে গিয়ে লিকুইড হ্যান্ড ওয়াশ খেয়ে নেন ৷ পরে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ জ্ঞান ফিরলে তিনি জানান, তাঁর বমি হচ্ছিল, আর পেটে ব্যথা রয়েছে ৷ তখনই তড়িঘড়ি তাঁকে বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে স্থানান্তরিত করা হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়ান্সেসে৷ তাঁর অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ তাঁর সব গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্বাভাবিক রয়েছে ৷ আজ তাঁকে দেখবেন শীর্ষ ডাক্তাররা ৷