নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বিশ্বকর্মা পূজোর রাতে ওই হাসপাতাল চত্বরের একটি ঘরের মধ্যে বহিরাগতদের মদ্যপান চলছিল। পুলিশ এই ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজা মিত্র এবং অমিও বিশ্বাস, যাদের বাড়ি কৃষ্ণনগরের হাটখোলাপাড়া এলাকায়। জানা গেছে, তারা পূর্ত দপ্তরের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। এই ঘটনায় পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে, তখন ঘরের মধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার রাজশ্রী বসু মল্লিকও উপস্থিত ছিলেন। যদিও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। হাসপাতালের সুপার জানান, জেলা হাসপাতাল এলাকার মধ্যেই পূর্ত দপ্তরের বৈদ্যুতিক বিভাগের একটি ছোট্ট দপ্তর রয়েছে এবং সেখানেই এই ঘটনা ঘটেছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, গ্রেপ্তারকৃতরা কেউই হাসপাতালের কর্মী নন। তিনি আরও বলেন, যদি কোনো হাসপাতাল কর্মী এ ধরনের ঘটনা ঘটান, তা হলে পুলিশকে অবিলম্বে জানানো হবে। অন্যদিকে মদ্যপানের ছবি তুলতে গেলে মদ্যপ যুবকদের রসের মুখে পড়তে হয় সাংবাদিকদের। সাংবাদিকদের উদ্দেশ্যে করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ। বুধবার ধৃত ব্যক্তিদের কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।