সীমান্ত থেকে একটি আইইডি ড্রোন, দুটি পিস্তল, দুটি ব্যাটারি, একটি ডিটোনেটর, ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় ড্রোন উদ্ধার করা হল। এর আগে যে ড্রোন উদ্ধার করা হয়েছিল সেটি ব্যবহার করা হয়েছিল অস্ত্র, মাদক, টাকা সরবরাহ করার জন্যে। জঙ্গি কার্যকলাপ ছড়ানোর জন্যে এই ড্রোন ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। নতুন ড্রোনটি উদ্ধার করা হয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকা রামগড় থেকে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই আইইডি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।