ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। বিরোধীদের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে তিনি দেশের প্রথম আদিবাসী ও মহিলা রাষ্ট্রপতি হলেন। বৃহস্পতিবার সংসদের ৬৩ নম্বর ঘরে সকাল থেকে ভোটগণনাকে কেন্দ্র করে গোটা দেশের নজর ছিল ফলের দিকে। অবশেষে দ্রৌপদীই দেশের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন৷ যদিও এই নির্বাচনের ফল কী হতে চলেছে তা অনেকাংশেই স্পষ্ট ছিল৷ এদিন তৃতীয় রাউন্ড গণনার পর দেশের রাষ্ট্রপতি হিসেবে জয় নিশ্চিত করে ফেলেন এনডিএ প্রার্থী৷ মোট ভোটমূল্যের ৫০ শতাংশের বেশি গিয়েছে দ্রৌপদীর পক্ষে৷ অনেকে টুইট করেছে দ্রৌপদী অভিনন্দন জানাতে ৷ সেই তালিকায় একেবারে প্রথমে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ৷ তিনি দ্রৌপদীর জয়কে ঐতিহাসিক বলেছেন ৷ তাছাড়া দ্রৌপদীর বিগত দিনের কাজের কথা উল্লেখ করে তাঁর প্রশংসা করেছেন ৷ মোদির মন্ত্রিসভার সদস্য থেকে গেরুয়া শিবিরের অন্য নেতারাও দ্রৌপদী মুর্মুর জয় নিয়ে টুইট করেছেন ৷ তবে অভিনন্দন জানিয়েছেন বিরোধীরাও ৷ সেই তালিকায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ অভিনন্দন জানানোর পাশাপাশি টুইটে মমতা আশা প্রকাশ করেন যে দেশের প্রধান হিসেবে বর্তমান পরিস্থিতিতে দ্রোপদী মুর্মু নিশ্চয় দেশের সংবিধানকে রক্ষা করবেন ৷