কলকাতা

বিধাননগরে ব্যবসায়ীর বাড়িতে এসটিএফের হানা, ছাগল ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার দম্পতি

বিধাননগরে ব্যবসায়ীর বাড়িতে এসটিএফ-এর হানা। মাদক ব্যবসার অভিযোগে পাকরাও মহম্মদ মোমিন খান নামে এক ব্যবসায়ী। উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকার মাদক। প্রাউ সাড়ে ছয় কেজি হেরোয়িন এবং ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। পাহাপাশি উদ্ধার করা হয়েছে নগদ সাড়ে ৫ লক্ষ টাকা। বিধাননগরের সেক্টর চারের নাওভাঙা এলাকায় বহুতলে হানা দেয় এসটিএফ। এসটিএফ সূত্রে খবর পার্ক সার্কাসের একটি ঠিকানায় হানা দিয়ে ওই ব্যবসায়ির হদিশ পাওয়া যায়। বুধবার বিকেল পাঁচটা থেকে তল্লাশি চালায় পুলিস। ছাগলের ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা চালাত ওই ব্যক্তি। এসটিএফ সূত্রে জানা গিয়েছে প্রায় তিনদিন আগে পার্ক সার্কাসের একটি মাদকচক্রে প্রথম পুলিস হানা দেয়। সেই সময় বেনিয়াপুকুর থানার পুলিস হানা দেয়। সেখানে হানা দিয়ে একজন ব্যক্তিকে আটক করা হয়। জানা যায় সে পেশায় মাদক পাচারকারী। তার কাছেই প্রথম জানা যায় সেই মাদক সে পেয়েছে বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত একটি বাড়ি থেকে। সেই জায়গা থেকেই প্রথমে বেনিয়াপুকুর থানা এবং তারপরে রাজ্য পুলিসের এসটিএফ-এর নার্কোটিক শাখা তাঁদের কাছে বিধাননগর দক্ষিণ থানা এলাকার, সল্টলেক সেক্টর চারের, ৫বি, নাওভাঙার এই বাড়ির দিকে নজর পরে।