কলকাতা বিমানবন্দরে নামার রাখার আগেই বড়সড় দুর্ঘটনার কবলে মুম্বই কলকাতাগামী বিমান। সোমবার বিকেল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হয়। বাদ পড়েনি কলকাতা সংলগ্ন এলাকাও। প্রবল ঝড়ের কারণেই টাল সামলাতে না পেরে জোরে কেঁপে ওঠে ভিস্তারা-র এই বিমানটি। সেই মুহূর্তে গুরুতরভাবে আহত হন ৮ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তিনজন এখনও হাসপাতালে ভর্তি। একজন মাথায় গুরুতর চোট পেয়েছেন। একজন মহিলার হাত ভেঙে গিয়েছে। আরেকজনের কাঁধের হাড় সরে গিয়েছে। আহতদের চার্ণক হাসপাতালে ভর্তি করা হয়েছে । সোমবার বিকেল ৫টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, তুমুল বজ্রপাতের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই কারণে হঠাত্ এমার্জেন্সি ব্রেক করেন পাইলট। নামার সময় সিট বেল্ট বাধা ছিল সকলের। কিন্তু তারপরেও অনেকে ঝাঁকুনি সামলাতে না পেরে পড়ে যান বহু যাত্রী। কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর জানান, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমান নামার সময় এয়ার টার্বুলেন্স হয়। ঝাঁকুনি হলেও নিয়ম মাফিক এবং সঠিক পদ্ধতিতেই বিমানটি অবতরণ করে বিমানবন্দরে। ৮ যাত্রীর মধ্যে তিনজন এখনও হাসপাতালে ভর্তি।