অগাস্টের সমস্ত কনসার্ট পিছিয়ে দিলেন অরিজিৎ সিং। এমনকি ১১ অগাস্টের ব্রিটেন ট্যুরও বাতিল করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্ট করে গায়ক জানিয়েছেন, মেডিক্যাল কিছু এমার্জেন্সির জন্য তিনি কোনও শো করতে পারবেন না চলতি মাসে। আর তাতেই বেজায় চিন্তায় তাঁর ভক্তরা। কী হয়েছে অরিজিৎ সিংয়ের, তা নিয়ে জল্পনার শেষ নেই। অগাস্টের শো বাতিলের পাশাপাশি সেপ্টেম্বরে লন্ডন, বার্মিংহাম, রটারডম এবং ম্যাঞ্চেস্টারে তাঁর কনসার্টের নতুন তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন অরিজিৎ সিং। ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন। অগাস্টের শোগুলি বাতিল করার কারণে তিনি ক্ষমাও চেয়েছেন ভক্তদের কাছে।