কলকাতা মেট্রোয় আবার বিপত্তি! যান্ত্রিক গোলযোগের কারণে শুক্রবার সকালে থমকে গেল মেট্রোর চাকা। গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা আধ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছিল। এর জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা ১২টা ৬ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। ১২টা ৬ মিনিটে আপ লাইনে ময়দান স্টেশন থেকে ছাড়ে দক্ষিণেশ্বরগামী ট্রেন। ১২টা ১০ মিনিটে ডাউন লাইনে গিরিশ পার্ক থেকে ছাড়ে কবি সুভাষগামী মেট্রো। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে যান্ত্রিক গোলযোগের কারণে গিরিশ পার্ক এবং ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। যদিও মেট্রোর যাত্রীদের একাংশের দাবি, নোয়াপাড়া থেকে দমদমের মধ্যেও দাঁড়িয়ে ছিল মেট্রো। স্বাভাবিক ভাবেই আংশিক মেট্রো চলাচল বন্ধ থাকায় ভোগান্তি চরমে যাত্রীদের। উল্লেখ্য, আগের সপ্তাহেই শহর যান্ত্রিক কারণে মেট্রো বিভ্রাটের সাক্ষী হয়েছিল। যান্ত্রিক সমস্যার কারণে শনিবার বেশ কয়েকঘন্টা রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। ফের এই সপ্তাহেও একই ঘটনা ঘটল।