কলকাতা পুজো

বৃষ্টি উপেক্ষা করেই চলল বহু প্রতীক্ষিত রেড রোডের দুর্গাপুজোর কার্নিভাল

দুর্গাপুজোর মূল উৎসব শেষ হলেও রবিবার সন্ধ্যায় রেড রোডে যেন আবারও ফিরে এল উৎসবের আমেজ ৷ শেষ বেলায় পুজো কার্নিভালে মাতল তিলোত্তমা। বৃষ্টি মাথায় নিয়েই চলল রঙিন শোভাযাত্রা। বহু প্রতীক্ষিত দুর্গাপুজো কার্নিভালে কলকাতার সেরা পুজোগুলির প্রতিমা বিসর্জনের সঙ্গে নাচে, গানে জমজমাট উৎসব ৷ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, অন্যদিকে বিনোদন দুনিয়ার কলাকুশলীদের উপস্থিতি। কখনও পুজোর কার্নিভালে গানের তালে সবার সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী আবার কখনও উপভোগ করলেন শোভাযাত্রা। কার্নিভালের সূচনা হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জরীর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে ৷ এরপর একে একে অংশ নেয় বালিগঞ্জ কালচারাল, বেহালা নতুন দল, দমদম পার্ক তরুণ সংঘ, মহম্মদ আলি পার্ক, অজেয় সংহতি-সহ মোট 113টি পুজো কমিটি ৷ প্রতিমা, ট্যাবলো ও বিশেষ পারফরম্যান্সে রেড রোড ভরে ওঠে উৎসবের রঙে ৷ কার্নিভালে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক পুজোর পক্ষ থেকে ‘আ মরি বাংলা ভাষা’ গানের তালে নৃত্য পরিবেশন করে নজর কাড়েন ৷ এছাড়া আলিপুর বডিগার্ড লাইনস পুজো কমিটির তরফে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, তৃণা সাহা, অপরাজিতা আঢ্য, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, সোহম চক্রবর্তী-সহ একাধিক তারকা ৷ মঞ্চে উৎসাহিত করতে দেখা যায় পরিচালক অরিন্দম শীল, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রাইমা-রিয়া সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দের ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকের তালে পা মেলান টলি-তারকাদের সঙ্গে ৷ আবহাওয়ার কথা মাথায় রেখে এবারের অনুষ্ঠানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ রেড রোডের দু’পাশে প্রায় 20-30 হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হয় ৷ খোলা আকাশের নীচে বসার ব্যবস্থা করা হয়নি ৷ উপস্থিত ছিলেন বিদেশি রাষ্ট্রদূত, কূটনীতিক ও পর্যটকরাও ৷ কার্নিভালের মঞ্চে ঢাক বাজানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী তারকা অতিথিদের উপহার হিসেবে কখনও চারাগাছ, কখনও চামর তুলে দেন ৷ অভিনেতা অঙ্কুশ হাজরার হাতে চামর তুলে দিয়ে হাস্যরসের মুহূর্ত তৈরি করেন মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেয়েছেন একটি ছোট চারাগাছ, যা পরে তিনি পরমব্রতর হাতে তুলে দেন ৷ ঐন্দ্রিলা সেন নাচার জায়গা না-পেয়ে দর্শকদের সরতে অনুরোধ করলে মুহূর্তের মধ্যে হাসির রোল ওঠে রেড রোড জুড়ে ৷ এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারের এই কার্নিভাল আয়োজন নিয়ে তোপ দেগেছেন ৷ তিনি বলেন, “উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় চলছে, মানুষ দুর্গত ৷ অথচ প্রশাসন ব্যস্ত কার্নিভাল আয়োজনেই ৷” কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ৷ তৃণমূল সূত্রে অবশ্য দাবি, কার্নিভাল ছিল পূর্বনির্ধারিত, এবং বিপর্যয় মোকাবিলায় প্রশাসন ও ত্রাণ দফতর সমান তৎপর ৷