কলকাতা

ঘূর্ণিঝড় আমফান নিয়ে আগাম সতর্কতা কলকাতা পুরসভার, খুলল কন্ট্রোল রুম

নগরবাসীর সাহায্যের জন্য খুলল কন্ট্রোল রুম, নম্বরগুলি হল: ০৩৩ ২২৮৬ ১২১২/১৩১৩/১৪১৪, ফ্যাক্স: ০৩৩ ২২৮৬ ১৪৪৪

কলকাতাঃ আমফান  নিয়ে একাধিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ কলকাতা পুরসভার। বিপদজনক বা ভগ্নপ্রায় বাড়ি গুলিকে বসবাসকারী মানুষজনকে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন সেন্টারে স্থানান্তরিত করার প্রচার চালানো হবে, তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হবে। বৃষ্টিপাতের জেরে জলমগ্ন অবস্থা থেকে শহরবাসীকে দ্রুত মুক্তি দিতে শহর কলকাতার সব পাম্পিং স্টেশন গুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম,চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যেকোনো পরিস্থিতির মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার কন্ট্রোলরুম ২৪ ঘন্টা মনিটরিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল ঝড় হলে যদি ইলেকট্রিক পোস্ট ভেঙে যায় বা কোথাও তার ছিঁড়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় তার জন্য সিইএসসি’কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে বলে এদিন জানান বর্তমান কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। শহরের বাজার, বাজার সংলগ্ন এলাকা, ও  জিঞ্জি বসতিপূর্ন এলাকাগুলিতে করণা সংক্রমণ রুখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলো। এবার ওই সব  এলাকায় ক্রমাগত করোনা টেস্টিংয়ে নামতে চলেছে কলকাতা পুরসভা। যে সব এলাকায় এই ধরনের সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, সেই সব এলাকায় প্রতিদিন জীবাণুমুক্ত করার কাজ করার পাশাপাশি ওই সমস্ত এলাকার মানুষজনকে প্রয়োজনে হাইড্রোক্সিল ক্লোরোকুইন অথবা হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকা এলবাম ৩০ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলেও এদিন কলকাতা পুরসভার স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক শেষে জানালেন ফিরহাদ। এই পরিস্থিতিতে নগরবাসীর সাহায্যের জন্য কন্ট্রোল রুম খুলল কলকাতা পুরসভা। নম্বরগুলি হল: ০৩৩ ২২৮৬ ১২১২/১৩১৩/১৪১৪, ফ্যাক্স: ০৩৩ ২২৮৬ ১৪৪৪।