দেশ

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, দিল্লি, পঞ্জাব, বিহার সহ একাধিক রাজ্য, কাঁপল কলকাতাও

জোরালো ভূমিকম্প হল নেপালে। নেপালের ভূমিকম্পে কাঁপল কলকাতা, দিল্লি-সহ ভারতের একাধিক শহর।ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। অর্থাৎ তীব্রতার নিরিখে সেই ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী ছিল। আর সেই ভূমিকম্পের ফলে জোরালো কম্পন অনুভূত হল হয়েছে ভারতের বিস্তীর্ণ অংশেও। প্রাথমিকভাবে যে তথ্য মিলেছে, তাতে দিল্লি (দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন), উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ ভারতের একাংশেও কম্পন্ন অনুভূত হয়েছে। দিল্লির মতো কোনও কোনও এলাকার মানুষের দাবি, যথেষ্ট জোরে কম্পন অনুভব করেছেন তাঁরা। শুধু তাই নয়, বিহারের বিভিন্ন অংশেও কম্পন্ন অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ডে নেপালে ভূমিকম্প হয়েছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পে উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। যেখানে ভূমিকম্প হয়েছে, তা ভারতের সীমান্ত থেকে খুব একটা দূরে অবস্থিত নয়। ফলে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য, বিহারের মতো বিভিন্ন জায়গায় কম্পন্ন অনুভূত হয়েছে।