বিদেশ

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে ৫.৯, ভেঙে পড়ল দুটি বাড়ি

জাপানে ফের ভূমিকম্প ৷ সোমবার সকালে কেঁপে উঠল দেশটির উত্তর-মধ্য অঞ্চলের ইশিকাওয়া ৷ গত জানুয়ারিতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান ৷ কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ সেই ক্ষতির ধাক্কা পেরিয়ে এখনও বেরিয়ে আসতে পারেনি দেশটি ৷ তার মধ্যেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি ৷ যদিও সোমবার তেমন কোনও ক্ষতির খবর এখনও মেলেনি ৷ জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, নোটো দ্বীপের উত্তরের অংশে প্রথমে ৫.৯মাত্রার একটি কম্পন অনুভূত হয় ৷ কয়েক মিনিট পরে ৪.৮ মাত্রার আরও একটি কম্পন হয় ৷ তারপরে পরবর্তী দু’ঘন্টার মধ্যে কয়েকটি ছোট ভূমিকম্প অনুভূত হয় । কম্পনে ভেঙে পড়ে দুটি বাড়ি ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ সেইসঙ্গে সুনামির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া সংস্থা ৷