কলকাতা

পূর্ব ভারতের প্রথম এসি লোকাল শিয়ালদায়, টিকিট ৩৫ থেকে ৫০ টাকা!

পূর্ব ভারতে প্রথমবার! এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে শিয়ালদহে। গোটা দেশের দ্বিতীয় এসি লোকাল এটি। শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের এই এসি ট্রেন মাস কয়েকের মধ্যেই যাত্রীদের নিয়ে ছুটতে শুরু করবে রাজ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি সপ্তাহেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি এসি রেকটি শহরে ঢুকে যাবে। আসন্ন গরমে চরম দাবদাহের কথা মাথায় রেখে যাত্রীদের সুবিধার জন্য আসছে এই শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল। সূত্রের খবর, বর্তমানে সাধারণ ট্রেন যাত্রী যে ৫ টাকার টিকিট কাটেন, এসি কামড়ায় তা বেড়ে ৩৫ থেকে ৫০ টাকা হতে পারে। যদিও কোন রুটে এই ট্রেন চলবে তা চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম বলেন, এসি লোকালের বিষয়টি নিয়ে পরিকল্পনা রয়েছে। রেল বোর্ড ও হেড কোয়ার্টারের চূড়ান্ত অনুমোদনের পরই তা স্থির হবে।