সোশ্যাল মিডিয়ায় একবার শরীরী আবেদনের খেলায় মাতলে, লক্ষাধিক লাইক তো মিলেই যায়। উত্সব যাই হোক, কিংবা নাই হোক, সোশ্যাল মিডিয়ার লাইমলাইট ছিনিয়ে নিতে দেরি হয় না পুনম পাণ্ডের। কখন কী করতে হয়। কেমন করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে হয়, সে বিষয়ে পুনম সিদ্ধহস্ত। এবারও তাতে কোনও অন্যথা করলেন না পুনম । মিল্কশেক তো বাড়িতে আনেকেই তৈরি করেন। কিন্তু সেই তৈরির পদ্ধতিকে কীভাবে আবেদনময় করে তোলা যায়, এবার তাই দেখালেন পুনম। সম্প্রতি এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে দিলেন তারকা। মিল্কশেক তৈরির কৌশলকে আরও আবেদনময় করে তুললেন তিনি। এবং তাতেই ধরা পড়ে যায় পুনমের অর্ধ উন্মুক্ত স্তন যুগল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে পুনমের এই মিল্কশেক তৈরির ভিডিও।