মালদা

হৃদরোগের যন্ত্রাংশ চালানো ও ওষুধ দেওয়ার নেই অভিজ্ঞ ড্রাইভার

চিন্ময়ী উপাধ্যায়, মালদাঃ মালদা জেলায় হৃদরোগের ক্ষেত্রে ভালো যন্ত্রাংশ আছে পর্যাপ্ত ওষুধ আছে নেই শুধু মেশিন গুলি ও ওষুধ দেওয়ার অভিজ্ঞ ড্রাইভার, বললেন বেঙ্গালুরু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়ঙ্কর সিনহার, মালদায় হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা দেখে। বঙ্গ নিউজ-এর একান্ত সাক্ষাৎকারে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়ঙ্কর সিনহার বলেন তিনি প্রতি মাসে রবিবার বেঙ্গালুরু থেকে মালদা গ্লো নার্সিংহোমে আসেন মালদায় দুই ধরনের হৃদ রোগের রোগী দেখেন।(১) যারা বেঙ্গালুরুতে গিয়ে চিকিৎসা করিয়েছেন তার কাছে,(২) এবং জারা তার নাম শুনে হৃদরোগ থেকে সুস্থ থাকার জন্য পরামর্শ নিতে আসেন তাদের। তার মালদা এসে চিকিৎসা করার উদ্দেশ্যই হলো মালদা থেকে বেঙ্গালুরু গিয়ে চিকিৎসা করার জন্য অনেক টাকার খরচ হয়। তিনি যখন মালদা আসছেন মালদার রোগীদের ক্ষেত্রে প্রায় ৭৫{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c} খরচ কমে যায়। এতে করে উপকৃত হন রোগীরা।মালদা জেলায় হৃদরোগের ক্ষেত্রে ভালো যন্ত্রাংশ আছে পর্যাপ্ত ওষুধ আছে নেই শুধু মেশিন গুলি ও ওষুধ দেওয়ার অভিজ্ঞ ড্রাইভার। হৃদরোগের ডাক্তার মালদায় নেই সেইটা বলছি না সবই আছে। এমনকি সামান্য হৃদরোগে আক্রান্ত রোগীদের ইকো করার জন্য বেঙ্গালুরু থেকে ডাক্তার নিয়ে আসে ইকো করতে হচ্ছে। তাছাড়াও তিনি হৃদরোগ থেকে সুস্থ থাকার জন্য বিভিন্ন উপায় জানান তিনি। দেখুন ভিডিও –