সজল ব্যানার্জি, হাওড়াঃ প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে হাওড়া স্টেশনে প্রতারণা কিংবা হাত সাফাই চক্র সক্রিয়। যদিও, পুলিসি তৎপরতায় গত কয়েক বছর দুষ্কৃতীদের ছিনতাই পর্ব কিছুটা হলেও কমেছে। অনেকেই আবার হারিয়ে যাওয়া টাকা কিংবা সামগ্রী ফেরত ও পেয়েছেন পুলিশের উদ্যোগে। নজরদারির জন্য হাওড়া স্টেশন জুড়ে লাগানো হয়েছে সাতাশিটি ক্যামেরা। পালা করে চব্বিশটি ঘন্টা মনিটরিং করেন রেল পুলিশের কর্মীরা। আবার সাদা পোশাকের মহিলা কর্মীরাও নজর রাখেন ভিড়ে ঠাসা হাওড়া স্টেশন চত্বর। সিসিটিভি ক্যামেরা এবং রেল পুলিসের তৎপরতায় হাতেনাতে ধরা পরে গেল দুই দুষ্কৃতী। গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের তোলা হবে হাওড়া আদালতে।