জেলা

বুথ এজেন্ট ও প্রিসাইডিং অফিসারকে হুমকি বিজেপি প্রার্থী লকেটের

হুগলির ধনেখালির কাকড়াখুলিতে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে বুথে ঢুকে চোটপাট করেন বিজেপি প্রার্থী। এরপর কার্যত চড় বাগিয়েই এজেন্টকে তিনি বলেন মেরে চামড় গুটিয়ে দেওয়ার কথা। এরপর হুগলীর বেলমুড়িতে প্রার্থীকে দেখে বন্দেমাতরম স্লোগান দেন কয়েকজন বাসিন্দা। তাতেও মেজাজ হারান লকেট। তাঁদের দিকে এগিয়ে যান বিজেপি প্রার্থী। চিৎকার করে হুমকি দিয়ে লকেট তাঁদের জয়শ্রীরাম স্লোগান দিতে বলেন। এছাড়াও মল্লিকপুরে একটি বুথে ভোট কর্মীদের সঙ্গে ফের বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ছাপ্পা ভোটের অভিযোগে সরব হন তিনি। বেলা ১১টা নাগাদ ধনেখালির একটি বুথে ঢুকে ভুয়ো ভোটার ধরেছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই বিজেপি কর্মীরা ইভিএম ভাঙচুর করে বলে অভিযোগ। প্রিসাইডিং অফিসারকে হুমকি দেন লকেট। এরপরই এলাকার লোকেরা লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান শাসকদলের কর্মী, সমর্থকরা। অবরোধ করা হয় রাস্তা।