জেলা

লকেট চট্টোপাধ্যায় বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

হুগলির ধনেখালিতে ইভিএম ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল কমিশন। ঘটনায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারকে এফআইআরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার, সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল এই এলাকায়। বেলা ১১টা নাগাদ ধনেখালির একটি বুথে ঢুকে ভুয়ো ভোটার ধরেছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই বিজেপি কর্মীরা ইভিএম ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই বুথের তৃণমূল এজেন্টকে বার করে দেন প্রিসাইডিং অফিসার। এরপরই এলাকার লোকেরা লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান শাসকদলের কর্মী, সমর্থকরা। অবরোধ করা হয় রাস্তা। ইভিএম ভাঙচুরের ঘটনায় লকেটের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্দেশ কমিশন।