‘মুল্ক’ এর পর এবার ‘আর্টিক্যাল ১৫’ ছবিটি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অনুভব সিনহা। অনুভবের এই ছবিতে অভিনয় করছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। এক পুলিশ অফিসারে ভূমিকায় দেখা যেতে চলেছে আয়ুষ্মানকে। ‘অন্ধাধুন’, ‘বধাই হো’ ছবির অসামান্য সাফল্যের পর এবার ‘আর্টিক্যাল ১৫’ তেও চনক দিতে চলেছেন আয়ুষ্মান , বলে খবর। সংবিধানের ১৫ ধারা সংক্রান্ত কোন মামলার তদন্তকারী অফিসারের ভূমিকায় সম্ভবত থাকতে চলেছেন আয়ুষ্মান। ধর্মনিরপেক্ষতার প্রশ্নে ভারতীয় সংবিধানে নাগরিকদের নিরাপত্তা দেওয়া হয়েছে। এবার সেই আর্টিক্যাল ১৫ -ই আয়ুষ্মান অভিনীত ফিল্মের মূল বিষয়। যে আয়ুষ্মানকে কয়েকদিন আগে দেখা গিয়েছিল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বলিউডের প্রতিনিধিদলের তরফে সাক্ষাত্ করতে।