ইশিতা উপাধ্যায়, কলকাতাঃ সুখ-দুঃখ, মান-অভিমান, ভালোবাসা, আভিজাত্য, গোপনীয়তা এসব নিয়েই গড়ে ওঠে একটি পরিপার। এমনই এক পরিবার ‘বসু পরিপার’। আগামী ৫এপ্রিল মুক্তি পেতে চলেছে পরিচালক সুমন ঘোষ-এর পরিচালিত ছবি ‘বসু পরিপার’। সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার। পরিচালকের দাবি এই পরিবারের গল্প আমার আপনার গল্প। এ ছবির হাত ধরে দীর্ঘদিন বাদে ফিরতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেনের জুটি। ছবি প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, রিনার (অপর্না) সাথে কাজ করতে এখন আর নতুন করে কিছু মনে হয় না। রিনাকে অনেকদিন ধরে দেখছি ওর মতো একজন মানুষ, একজন অভিনেত্রী খুব একটা পাওয়া যায় না। অপর্ণা জানায়, আমি আর সৌমিত্র একসঙ্গে অভিনয় করছি বহুদিন হয়ে গেল। এই ধরনের শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে থাকি। প্রথম দিকে জুটি কথাটায় বেশ মজা পেতাম। তবে এখন আর জুটি, এসব কথাগুলোর মানে হয় না, কারন অনেক বয়স হয়ে গেছে। সৌমিত্রর মত একজন অত্যন্ত গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা ভেবেই আমি আনন্দিত। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, শ্রীনন্দা শঙ্কর, কৌশিক সেন, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। গল্পে দেখানো হয়েছে, অপর্ণা সৌমিত্র, এই দম্পতির ৫০ বছরে বিবাহ বার্ষিকী সেলিব্রেশন। আর তাদেরই টুকরো হয়ে যাওয়া সন্তানদের এক একটা নিউক্লিয়ার পরিবার। যারা মিলিত হবে বাবা-মায়ের বিবাহ বার্ষিকিতে। হাসি-ঠাট্টা আনন্দর মধ্যে দিয়ে ফিরে আসে মান অভিমানের পালা। একদিনের জন্য পরিবারের গেট টুগেদার আসা। তবে শুধুই কি একসাথে হওয়া? নাকি ভেঙে যাওয়া নিউক্লিায়ার পরিবারগুলোর এক একজনের ভেতরে থাকা অভিমানের লুকোনো আগুন বের হয়ে আসবে? তাই দেখানো হয়েছে -বসু পরিবারে। দেখুন ভিডিও –