কলকাতা

পার্থ চট্টোপাধ্যায়ের ছেলে বলে ভুয়ো ছবি দিয়ে প্রচার সিপিএম সমর্থকের

কলকাতাঃ মুখে মদের বোতল থেকে পানীয় ঢেলে দিচ্ছিনে এক তরুণ। এমনই তিন-তিনটে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল বেশ কয়েকদিন ধরে। ভোটের বাজারে ফেসবুকে প্রচার হয়, এটাই নাকি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছেলে। ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। অবশেষে সেই ছবি নিয়ে মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন এই পোস্ট ভুয়ো। আদতে তাঁর কোনও পুত্রসন্তান নেই। ২১ এপ্রিল ফেসবুকে এই পোস্ট করেন গোপা দাস। তবে ওই মহিলার ফেসবুক প্রোফাইল বলে দিচ্ছে, তিনি সিপিএম সমর্থক, সিপিএম প্রার্থীদের প্রচারের ছবিও রয়েছে তাঁর ওয়ালে। পার্থবাবু আজ দুপুরে ফেসবুকে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ‘বেশ কয়েকদিন যাবত ফেসবুক-এ কিছু মানুষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে একটি কুরুচিকর বার্তা ছড়িয়ে চলেছেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশে যে বা যারা এগুলি করছেন তাদের উদ্দেশে বলবো অহেতুক মিথ্যা প্রচার করবেন না অবিলম্বে এই সমস্ত বার্তা ফেসবুক থেকে মুছে ফেলুন। নতুবা আইনত ব্যাবস্থা গ্রহণ করা হবে।’

https://www.facebook.com/gopa.das.1276
https://www.facebook.com/photo.php?fbid=1646835595371478&set=ecnf.100001351612536&type=3&theater