দেশ

ইয়েতি-র পায়ের ছাপ টুইট করে প্রকাশ্যে নিয়ে এল ভারতীয় সেনাবাহিনী

ভারতীয় সেনার রহস্যময় প্রাণীর পায়ের ছাপ দেখতে পেল। সেটিকে ইয়েতির বলেই আপাতত মনে করা হচ্ছে। যার পায়ের মাপ ৩২ x ১৫ ইঞ্চি। নেপাল-চিন সীমান্তে মাকালু বেস ক্যাম্পের কাছে ৯ এপ্রিল এই ছাপ তাঁরা দেখতে পেয়েছেন। টুইট ভারতীয় সেনাবাহিনীর।

নেপালঃ ইয়েতি নিয়ে কত গল্পই না শোনা যায়। সে নাকি রহস্যময় তুষার-মানব, ইত্যাদি ইত্যাদি। এবার খোদ ভারতীয় সেনার পর্বত অভিযাত্রী দল রহস্যময় প্রাণীর পায়ের ছাপ দেখতে পেল। সেটিকে ইয়েতির বলেই আপাতত মনে করা হচ্ছে! যার পায়ের মাপ ৩২x ১৫ ইঞ্চি। সেনাবাহিনী জানিয়েছে, নেপাল-চিন সীমান্তে  মাকালু বেস ক্যাম্পের কাছে দেখা গিয়েছে ইয়েতির পায়ের ছাপ৷ গত ৯ এপ্রিল ভারতীয় সেনার একটি পর্বতারোহী অভিযাত্রী দল প্রথমে দেখতে পায় সেই পায়ের ছাপ৷ ছবি তুলে তা পোস্টও করা হয়েছে টুইটারে৷ জানা গেছে, ইয়েতি নামক রহস্যময় প্রাণীটি বরফে ঢাকা মাকালু-বারুন ন্যাশনাল পার্কের আশপাশে ঘোরাঘুরি করে৷