কলকাতাঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তিন দিন আগে রাজ্যে আবারও বড়সড় পুলিশি রদবদল। দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার সহ একাধিক পুলিশ আধিকারিককে সরাল নির্বাচন কমিশন। বদলি করা হয়েছে রাজ্যের ওয়েস্ট জোনের ADG, ঝাড়গ্রামের DEO, ডায়মন্ডহারবার এবং কোচবিহারের পুলিশ সুপারকেও। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার DCP সুধীর কুমার নীলকান্তমের পদে বহাল করা হয়েছে আকাশ মাঘারিয়াকে। সঞ্জয় সিংহের পরিবর্তে ওয়েস্ট জোনের ADG পদে আনা হচ্ছে রাজেশ কুমারকে। ঝাড়গ্রামের DEO পদ থেকে আয়েশা রানিকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে জয়েসি দাশগুপ্তকে। ডায়মন্ডহারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাঁর জায়গায় বহাল করা হয়েছে অরিজিৎ সিনহাকে। এদিকে কোচবিহারের পুলিশ সুপার কে কন্ননকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে দেবাশিস ধরকে। উল্লেখ্য, ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিবের কাছে ওই মর্মে নোটিশ পাঠানো হয়েছে। নবান্নকে নির্দেশ দিয়ে এও বলা হয়েছে যেসব পুলিশ আধিকারিকদের সরানো হল, তাঁরা ভোটের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি আজই কমিশনকে নতুন আধিকারিকদের কাজে যোগদানের রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছে ওই নোটিশে। এদিকে আয়েশা রানিকে আজ থেকে নির্বাচন শেষ হওয়া অবধি রাজ্যের মুখ্যসচিবের দফতরের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।