কলকাতা

DG Vivek Sahay : রাজ্য পুলিশের পরবর্তী ডিজি হলেন বিবেক সহায়

ভোট ঘোষণা হতেই কড়া অ্যাকশন কমিশনের। শুধু সরানোই নয়, গোটা নির্বাচনী প্রক্রিয়ায় রাজীব কুমার কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না বলেও জানানো হয়। সেইসঙ্গে পরবর্তী ডিজি নিয়োগের জন্য রাজ্যের কাছে ৩ নাম চেয়ে পাঠায় কমিশন।  বিকেল ৫টার মধ্যে সম্ভাব্য ৩ যোগ্য অফিসারের নাম কমিশনে পাঠাতে বলা হয়। রাজ্যের তরফে ১৯ ৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার দেবাশিষ রায়ের নাম পাঠানো হয় বলে খবর। তার মধ্যে বিবেক সহায়কে রাজ্যের পরবর্তী ডিজি হিসেবে বেছে নিয়েছে কমিশন।  ৩ অফিসারের ট্র্যাক রেকর্ড, আগের রেকর্ড, আইবি রেকর্ড খতিয়ে দেখে পরবর্তী ডিজির নাম চূড়ান্ত করে কমিশন। এমনটাই সূত্রের খবর। ওদিকে তথ্যপ্রযুক্তি দফতরের ওএসডি করা হয়েছে রাজীব কুমারকে। সোমবার দুপুরে রাজীব কুমারকে অপসারণের ২ ঘণ্টার মধ্যে বিবেক সহায় নিয়োগ করল নির্বাচন কমিশন। এতদিন ডিজি কম্যান্ডিং জেনারেল হোমগার্ড পদে ছিলেন বিবেক সহায়। ওদিকে রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দফতরে পাঠানো হয়েছে। ১৯৮৮ ব্যাচের আইপিএস আধিকারিক বিবেক সহায়কে ২০২৩ সালের ১ নভেম্বর ডিজি সিজি হোমগার্ড পদে বদলি করা হয়। তার আগে ডিজি প্রভিশনিং পদে ছিলেন তিনি। এদিন রাজীব কুমারের অপসারণের পরে যে পুলিশ আধিকারিকদের নাম উঠে আসছিল তার মধ্যে ছিলেন না বিবেক সহায়। সূত্রের খবর, রাজ্য সরকার বিবেক সহায়ের নাম জাতীয় নির্বাচন কমিশনকে সুপারিশ করে রাজ্য সরকার। রাজ্যের সুপারিশ গ্রহণ করে কমিশন।