কলকাতা

মানিক ভট্টাচার্যকে ফের তলব ইডির, সব নথি নিয়ে হাজিরার নির্দেশ

টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টেটের নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এ বার নতুন করে আগামী সপ্তাহের সোমবার হাজিরার নির্দেশ দিল ইডি। পাশাপাশি, তাঁকে বলা হয়েছে, আগামী সপ্তাহে তাঁকে সমস্ত নথিপত্র নিয়ে হাজির দিতে হবে। এর আগে বেশ কিছু নথি ও সিডি বাজেয়াপ্ত করেছিল ইডি। এ বার আরও বাকি নথি নিয়ে হাজিরার কথা বলা হল। এর আগে, গত ২৮ জুলাই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় ১৪ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। সেই দিন, অর্থাৎ বুধবার সকালে ইডি দফতরে হাজির হন মানিক। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে তার পর টানা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর প্রায় মধ্যরাতে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর বেরিয়ে যান তিনি। এসএসসির মতো প্রাথমিকও নিয়োগে বেনিয়ম নিয়েও দীর্ঘ দিন ধরেই তদন্ত চলছে। আর সেই নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মানিককে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো, তদন্তের পথে এক বড় পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।