জেলা

প্রায় ১৪ ঘণ্টা পার, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি-আয়কর বিভাগের তল্লাশি অব্যাহত

১৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি থেকে বেরোয়নি ইডি এবং আয়কর দফতরের আধিকারিকরা ৷ বুধবার সকালেই বিশাল কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বিধায়কের বাড়িতে ঢোকে কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধিরা ৷ শুরু হয় তল্লাশি অভিযান। সেই তল্লাশি অবশ্য সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও শেষ হয়নি ৷ সূত্রের খবর বিধায়কের বাড়ির প্রতিটি ঘর তল্লাশির সঙ্গেই কল্যাণী সলভেন্ট মিল এর ম্যানেজার বাবন বর্মনকে উদয়পুরের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কের বাড়িতে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে তাঁর বাড়ি থেকেও কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। অন্যদিকে কৃষ্ণ কল্যাণীর তিন জন আইনজীবী এদিন বিধায়কের বাড়িতে আসলে তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ঢুকতে বাঁধা পাওয়ার পর অবশ্য এদিন আইনজীবীরা ফিরে যান। সন্ধ্যা থেকেই কৃষ্ণ কল্যাণীর বাড়িতে একের পর এক আয়কর দফতরের বেশ কয়েকটি গাড়ি ঢুকেছে বলে খবর ৷যদিও এদিন তদন্তের মাঝে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী একবার মাত্র বাড়ির বারান্দায় আসেন ৷ এমনকী কর্মীসমর্থকদের উদ্দেশে হাতও নাড়েন তিনি ৷ বিধায়কের কার্যালয়ে থেকে শুরু করে তাঁর অকাধিক ব্যবসায়ীক জায়গাগুলি বন্ধ করে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকেরা। এই অভিযান চলে। তবে বাড়ি থেকে কী তথ্য পাওয়া গেল তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার তরফে এখনও কিছু জানা যায়নি।