জেলা

মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মালদায় পা রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতে সরাইঘাট এক্সপ্রেসে মালদা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার রাতে তাঁকে স্বাগত জানাতে মালদা স্টেশনে উপস্থিত হন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীসহ আরও অনেকে ৷ তবে স্টেশনে নেমে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি ৷ স্টেশন থেকে বেরিয়েই সোজা চলে যান পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে ৷ সেখানেই রাত্রিবাস করবেন তিনি ৷ তাঁর সঙ্গে এসেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমও ৷ আগামীকাল বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর ৷সেখানে জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিংয়ে অংশ নেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ প্রথমে কথা ছিল মালদার সঙ্গে দুই দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন ৷ পরে

জানা যায় দুই দিনাজপুরের বদলে তিনি মুর্শিদাবাদ জেলাকে এই বৈঠকে ডেকে নিয়েছেন ৷ ওই জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়েও তিনি বিস্তারিত তথ্য নেবেন ৷ জানা গিয়েছে আগামীকালের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তবে ডায়মন্ডহারবারের সাংসদ মালদা জেলার প্রশাসনিক বৈঠকে কী করবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের একাংশেই ৷ এদিকে জেলা তৃণমূল সূত্রে খবর আগামিকাল প্রশাসনিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মিলকি জামে মসজিদ পরিদর্শনে যেতে পারেন ৷ বেলা দু টোর সময় সেই মসজিদেই যাওয়ার কথা রয়েছে অভিষেকের ৷অর্থাৎ সেখানেই মুখোমুখি হতে পারেন পিসিভাইপো ৷ শুধু তাই নয় প্রশাসনিক বৈঠক শেষে ইংরেজবাজারের সুস্থানি মোড়ে অভিষেকের জনসংযোগ যাত্রা কর্মসূচির অধিবেশনেও উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷