কলকাতা

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি নিয়ে ৷ গরুপাচার কাণ্ডে সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ৷ শুক্রবার আসানসোলের ভ্যাকেশন স্পেশাল জজ কোর্টে কেষ্ট-ঘনিষ্ঠকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানানো হয় ৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ প্রযুক্তিগত ত্রুটি এবং সময় সীমাবদ্ধতার কারণে আদালত ইডির আবেদন খারিজ করে দেয় বলে জানা গিয়েছে ৷ এরপরেই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির তরফে এক তদন্তকারী আধিকারিক জানান, গরুপাচার মামলার তদন্তের স্বার্থে সায়গল হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ শুক্রবার একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরই সায়গলকে গ্রেফতার করা হয়। প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর অনুব্রত-ঘনিষ্ঠকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷