দেশ

গুজরাতের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

রবিবার দেশের প্রথম সৌর বিদ্যুৎ পরিচালিত গ্রাম হিসেবে স্বীকৃতি পাচ্ছে গুজরাতের মোধেরা । এই উপলক্ষে রবিবার মেহসানার এই গ্রামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই গ্রাম থেকেই ৩৯০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। প্রাচীন সূর্য মন্দিরের জন্য বিখ্যাত গুজরাটের মোধেরা। গুজরাত সরকার সূত্রে খবর, দেশের প্রথম ২৪ ঘণ্টা, সম্পূর্ণ সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে মোধেরাকে গড়ে তোলা হয়েছে। সেই লক্ষ্যে গ্রামে হাজারের বেশি সোলার প্যানেল বসানো হয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। গুজরাত সরকারের দাবি বিনামূল্যেই এই বিদ্যুৎ পাবেন গ্রামবাসীরা। গুজরাতের মেহসানার এক প্রাচীন জনপদ হিসেবেই পরিচিত। এই গ্রামে পুষ্পবতী নদীর পারে রয়েছে প্রাচীন এক সূর্য মন্দির। ১০২৬-২৭ সালে এই মন্দির তৈরি করা হয় বলে দাবি। সেই মন্দিরেও এবার সৌরশক্তিতে 3-D আলোর খেলা। পর্যটকদের জন্য আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে মন্দিরের ইতিহাস। এই প্রকল্পেরও রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরসূত্রে খবর, রবিবার বিকেল সাড়ে পাঁচটায় মোধেরা গ্রামে একাধিক নতুন প্রকল্পে উদ্বোধন, শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরপরে মোধেশ্বরী মাতা মন্দিরে পুজো দেবেন নমো। সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি যাবেন গ্রামের প্রাচীন সূর্য মন্দিরে। প্রধানমন্ত্রীর সফরের আগেই আলোর মালায় সেজেছে মন্দির। সামনে এসেছে 3-D আলোর শোয়ের ঝলকও।