অ্যালকেমিস্ট মামলার তদন্তে নেমে তৃণমূলের থেকে ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ইডির দিল্লি প্রাদেশিক দপ্তর এই টাকা উদ্ধার করেছে। জানা গিয়েছে, ডিমান্ড ড্রাফ্ট আকারে ওই টাকা উদ্ধার করা হয়েছে। চিটফান্ড অ্যালকেমিস্টের আর্থিক তছরূপের মামলার তদন্তে নেমে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ এই টাকা। এর আগেও এই মামলার তদন্তে নেমে অরূপ বিশ্বাসকে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়ে নিয়েছিলেন অরূপ। এদিনের ঘটনার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইডির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ভবিষ্যতবাণী, আরও কড়া পদক্ষেপ নিলে ১০ হাজার গুণ বেশি টাকা উদ্ধার হবে।


