দেশ

আর্থিক তছরুপ মামলায় আপের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চার্জশিট ইডির

আর্থিক তছরুপ মামলায় বুধবার আপ নেতা ও দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এই মামলাতে বর্তমানে জেলে রয়েছেন সত্যেন্দ্র জৈন৷ তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ উঠেছে৷ প্রথমে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মন্ত্রী থাকাকালীন ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের মে মাস পর্যন্ত বিপুল সম্পত্তির মালিক হন তিনি, যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন৷ এরপর অর্থ তছরুপের বিষয়টি সামনে আসায় সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে তদন্তে নামে ইডি৷ তারপর চলতি বছর ৩০ মে আর্থিক তছরুপের অভিযোগে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ প্রথমে তাঁকে পুলিস হেফাজত ও পরে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়৷ সত্যেন্দ্র জৈনের গ্রেফতারির পরই নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷  এদিকে এদিনই দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে যায় সত্যেন্দ্র জৈনের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবিতে দায়ের হওয়া মামলাটি৷ আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার হলেও এখনও মন্ত্রিত্ব ছাড়েননি আপ নেতা৷ দিল্লির কেজরিওয়াল সরকারের এখনও স্বাস্থ্যমন্ত্রী তিনি৷