কলকাতা

অর্পিতাকে জেরা করে শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

জেরা করে একের পর এক তথ্য হাতে আসছে ইডির তদন্তকারীদের। তার ভিত্তিতে ইডি বুধবার শহরের বেশ কিছু এলাকায় অভিযানে নেমেছে। সূত্রের খবর, ঢাকুরিয়ার একটি বস্ত্রবিপণি, কসবা রাজডাঙ্গা এবং বালিগঞ্জের দুটি ফ্ল্যাটে তল্লাশিতে গিয়েছেন ইডির অফিসাররা।  কসবার ওই ফ্ল্যাটটির মালিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই রয়েছে বলে ইডি সূত্রের খবর। ওই ফ্ল্যাটে মূলত কয়েকজন চিকিৎসক ভাড়া থাকেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকদের ওই ফ্ল্যাটে থাকার ব্যবস্থা হয়েছে একটি সংস্থার মাধ্যমে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ ওই সংস্থার সঙ্গেই এই ব্যাপারে চুক্তি করেছে। চিকিৎসকদের ফ্ল্যাটের ভাড়া ওই সংস্থার অ্যাকাউন্টেই প্রতিমাসে নিয়মিত জমা পড়ে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে ইডি। ওই সংস্থাটির মালিকও অর্পিতাই। ইডি এখন খুঁজে বের করার চেষ্টা করছে, রাজডাঙ্গার এই ফ্ল্যাটের সঙ্গে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক আছে কি না। কসবার ওই রাজডাঙ্গাতে ইচ্ছে এন্টারটেনমেন্ট নামে অর্পিতার একটি প্রযোজনা সংস্থাও আছে। এদিন ইডি হানা দেয় সেই সংস্থার অফিসেও। ইডি মনে করছে এই সংস্থাতেও পার্থর লগ্নি রয়েছে। এরই মধ্যে ইডির একদল অফিসার আবার অভিযান চালিয়েছেন বেলঘড়িয়ার রথতলায়। সেখানেও অর্পিতার নামে দুটি ফ্ল্যাট রয়েছে বলে ইডির দাবি।  অন্যদিকে, এক পোশাকে তিন দিন কাটানোর পর অবশেষে অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য নতুন পোশাক এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর সিজিও কমপ্লেক্সের অফিসে। জানা গিয়েছে, গ্রেফতারের পর থেকে প্রায় তিনদিন একই পোশাক পরেছিলেন তিনি । এবার তাঁর জন্য নতুন পোশাক সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এসে পৌঁছল। জানা গিয়েছে, অর্পিতার জন্য সালোয়ার কামিজ থেকে শুরু করে ওড়না চাদর-সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এসেছে সিজিও কমপ্লেক্সের অফিসে । পাশাপাশি পার্থর জন্যও এসেছে নতুন ফতুয়া। এদিকে নিয়মিত 48 ঘণ্টার ব্যবধানে পার্থ এবং অর্পিতার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত ৷ সেই সূত্রেই বুধবার সকাল দশটা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে ইডির আধিকারিকরা তাঁদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যান ৷ সূত্রের খবর, সেখানে পার্থ-র সুগার প্রেসার ওজন সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা।

এদিকে, ইডি হেফাজতে থাকাকালীন তিনি ভাত খেতে চাইলেও তাঁকে ভাত খেতে দিচ্ছেন না।  দু’বেলা তাঁর কপালে জুটছে রুটি আর তরকারি, তাও আবার নিয়ম মেনে । কারণ ভুবনেশ্বরের এইমস হাসপাতালের দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ দু’বেলা খাওয়ানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে । পাশাপাশি ওই প্রেসক্রিপশনে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাই ডাইবিটিজ আছে । ফলে তাঁর জীবনশৈলীতে বেশকিছু পরিবর্তন আনতে বলা হয়েছে । যেমন ঠিকমতো ওষুধ খেতে হবে । পাশাপাশি মাটির নিচের জিনিস চলবে না পার্থ চট্টোপাধ্যায়ের । কিন্তু রুটির পরিবর্তে ভাত খেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন পার্থ চট্টোপাধ্যায় ।তখন ইডি হেফাজতে থাকা তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়েটে রয়েছে কাজু ও কিসমিস ৷ জানা গিয়েছে, তাঁর জন্য মঙ্গলবার বিকেলেই এসেছে কাজু, কিসমিস, পেস্তা,বাদাম । এর আগে তাঁকে রুটি, সবজি খেতে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের দফতরের কনফারেন্স রুমের মধ্যেই একটি অস্থায়ী লকআপ বানিয়ে সেখানেই চলছে জেরা পর্ব ।