রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া রথতলার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে শুধু লকার থেকেই নয়, অর্পিতার শোওয়ার ঘর এমনকি শৌচালয় থেকেও টাকা পাওয়া গিয়েছে ৷ সব মিলিয়ে যার মূল্য নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা ৷ এছাড়াও মিলেছে সোনা, রুপোর সহ একাধিক নথিপত্র ৷ প্লাস্টিকে মোড়া ছিল টাকা। ১৮ ঘণ্টা তল্লাশির পর ৫ কেজি সোনার বার, ৪.৩১ কোটি টাকার সোনা এবং প্রচুর জমির দলিল উদ্ধার করেছে তদন্তকারী দল। বুধবারই অর্পিতার ওই ফ্ল্যাটটি সিল করে দেন ইডির গোয়েন্দারা । সেখানেই চলছিল টাকা গোনার কাজ । এই টাকা গুনতে প্রথমে খবর দেওয়া হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে । সেখান থেকে খবর যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে । দ্রুত বেলঘরিয়ার ফ্ল্যাটে আনা হয় টাকা গোনার
অত্যাধুনিক মেশিন। সেকেন্ডে একশোটি নোট গোনার ক্ষমতাসম্পন্ন চারটি মেশিন দিয়ে শুরু হয় টাকা গোনার কাজ । রাতভর চলে মেশিনে টাকা গোনা ৷ প্রায় ১০ টি ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হয় নগদ টাকা, সোনা-রুপা।কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি আধিকারিকরা। জানা গেছে, সবই পাঁচশো টাকা এবং দু’হাজার টাকার নোট। বুধবার সকালে রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ক্লাব টাউনের ফ্ল্যাটে যায় ইডি। তালাবন্ধ ফ্ল্যাট। তালা ভেঙে ফ্ল্যাটের অন্দরে ঢোকেন তদন্তকারী আধিকারীকরা। সঙ্গে যায় সেনাবাহিনী। বিকেলের দিকে আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়। সঙ্গে ইডির আধিকারীকদের আরও বেশ কয়েকটি গাড়িও সেখানে যায়।