ডন আতিক আহমেদের উপর চাপ বাড়াতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থ পাচারের মামলায় প্রয়াগরাজে অভিযান চালিয়েছে। গতকাল সকাল থেকে আতিকের নিকটাত্মীয়দের ১৫টি স্থানে অভিযান চালানো হয়। এই অভিযানে এখনও পর্যন্ত ২০০ কোটি টাকার বেশি মূল্যের বেনামি সম্পত্তি ইডি-র রাডারে রয়েছে। আতিকের অর্থদাতা বলা হয় যাকে, সেই খলিফ জাফরের বাড়িতেও এই অভিযান চলছে। বুধবার সকাল সাতটা থেকে সমস্ত জায়গায় একযোগে অভিযান শুরু করে ইডি। সূত্রের খবর, আতিকের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিরা ইডি-র টার্গেটে রয়েছেন, যারা কালো টাকাকে সাদা করার র্যাকেটের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ইডি এই সমস্ত লোকের বেনামি সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ছাড়াও বিদেশি মুদ্রা, গহনা, বিলাসবহুল গাড়ি ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই পদক্ষেপ কতটা বড়, তা অনুমান করা যায় যে ইডি-র যুগ্ম পরিচালক জিতেন্দ্র কুমার সিংও প্রয়াগরাজ পৌঁছে গিয়েছেন। তার তত্ত্বাবধানে অভিযানের পুরো কার্যক্রম চলছে।