এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার একসঙ্গে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায় এবং মেখলিগঞ্জে পরেশ অধিকারীর বাড়িতে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পাশাপাশি রাজ্যের ১৩টি জায়গায় শুরু হয়েছে ইডি-র তল্লাশি অভিযান । এই অভিযানে রয়েছেন ৭০ থেকে ৮০ জনের গোয়েন্দাদের দল ৷ এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতেও হানা দিয়েছে ইডি৷ এসএসসি দুর্নীতি কাণ্ডে টাকা কীভাবে হস্তান্তর হয়েছিল, কোন কোন প্রভাবশালী এই ঘটনার সঙ্গে জড়িত, এই টাকার দ্বারা কারা উপকৃত হয়েছিলেন, তা জানার জন্যই এ দিন সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । একইসঙ্গে শুক্রবার সকালে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে হানা দেয় ইডি । যদিও পরেশ অধিকারী ২১ জুলাই-এর সভায় যোগ দিতে কলকাতায় এসেছেন । তিনি এখনও কলকাতাতেই রয়েছেন।