দেশ

কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

এবার প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরমের ছেলে তথা কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মঙ্গলবারই এই সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। INX মিডিয়া অর্থ তছরুপ মামলাতেই কার্তি চিদম্বরমের মোট চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলির মধ্যে একটি স্থাবর সম্পত্তি বলে ইডি-র তরফে জানানো হয়েছে।  সূত্রে খবর, তামিলনাড়ুর শিবগঙ্গার কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের মোট ১১.৪ কোটি টাকার চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে কর্নাটকের কুর্গ জেলার একটি স্থাবর সম্পত্তি রয়েছে। অর্থ তছরুপ আইনের অধীনেই কার্তি চিদম্বরমের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি-র তরফে বিবৃতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, INX মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীর ছেলে কার্তি চিদম্বরমকে আগেই গ্রেফতার হয়েছিলেন। সিবিআই এবং ইডি পৃথকভাবে কংগ্রেস সাংসদকে গ্রেফতার করেছিল। ইউপিএ জমানায়, ২০০৭ সালে. পি. চিদম্বরম মন্ত্রী থাকাকালীন সময়েই কার্তি চিদম্বরম INX মিডিয়ায় অর্থ তছরুপ করেছেন বলে অভিযোগ। ৩০৫ কোটি টাকার অর্থ তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে কেবল কার্তি চিদম্বরম নন, INX মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরমও গ্রেফতার হয়েছিলেন। INX মিডিয়ায় আর্থিক তছরুপে সহায়তা করার অভিযোগেই তাঁকে ২০১৯ সালের অগাস্টে গ্রেফতার করে সিবিআই। তারপর ওই বছরই অক্টোবরে তাঁকে গ্রেফতার করে ইডি। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।