প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তলবের প্রেক্ষিতে শুক্রবার তাঁকে হাজিরা দিতে হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানিক ভট্টাচার্যকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল। গত বুধবার তাঁকে টানা ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সেই জিজ্ঞাসাবাদের পর শুক্রবার আবার তাঁকে তলব করা হয়েছে। এদিনও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। গত সপ্তাহে মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উউদ্ধার করেছে ইডি। সেদিন উদ্ধার হওয়া নথিতে প্রাপ্ত তথ্যের বিষয়ে জানতে বুধবার মানিক ভট্টকাচার্যকে তলব করেন গোয়েন্দারা। সেদিন ওই নথির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুক্রবার আবার তাঁকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গিয়েছে। তাঁর কতগুলি ফ্ল্যাট রয়েছে, সে সব সম্পত্তির টাকা কোথা থেকে এল, তা নিয়ে আগেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে মানিক ভট্টাচার্যকে। তাঁর সম্পত্তির হিসেব আদালতেও জমা দিতে হয়েছে মানিক ভট্টাচার্যকে।