দেশ

মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডের ভোট ঘোষণা কমিশনের

ভারতের তিন পার্বত্য রাজ্য মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডের বিধানসভা ভোটের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু’ দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তিন রাজ্য়েই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্য়েই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে। মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন, তিন রাজ্য়েই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। তবে কোনও জায়গাতেই ভোটের আগে হিংসাত্মক ঘটনার খবর নেই। উত্তর- পূর্বের এই তিন রাজ্য়েই পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের সংখ্য়া বেশি বলে জানিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার। মেঘালয়ের চলতি বিধানসভার মেয়াদ শেষ হবে ১৫ মার্চ। অন্য়দিকে, নাগাল্যান্ড ও ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হবে যথাক্রমে ১২ এবং ২২ মার্চ।   এই তিন রাজ্য় ছাড়াও চলতি বছরে আরও ছয় রাজ্য়ে বিধানসভা নির্বাচন হবে। সেগুলি হল কর্ণাটক, ছত্তীসগড়, মধ্য়প্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানা।