করোনার জের, নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের
দেশ

করোনার জের, নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের

দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়-বাড়ন্তের জন্য গতকাল নির্বাচন কমিশনকে দায়ী করে তীব্র ভর্ত্সনা করে মাদ্রাজ হাইকোর্ট৷ এর পরেই আগামী ২ মে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন বা তার পরে বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন ৷ কোভিডের সংক্রমণ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের তিরষ্কারের পর এমনই তত্পরতা নিল কমিশন ৷ ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নানা ধাপে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন সম্পাদিত হয়েছে ৷ বাংলায় এখনও বাকি এক দফা ৷ আগামী ২ মে এই পাঁচ রাজ্যেরই ভোটগণনা ৷ ফল ঘোষণার পর বিজয়ী দলের জমায়েত করা, মিছিল করার চল রয়েছে ৷ আর তাতেই কোভিডের সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা ৷ সেই কারণে ফলঘোষণার দিন বা তার পরে যাবতীয় বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, ২ মে ফল ঘোষণার দিন বিজয়ী প্রার্থী যখন জয়ের সার্টিফিকেট নিতে যাবেন, তখন তাঁর সঙ্গে দু জনের বেশি লোক থাকতে পারবেন না ৷ আর যাবতীয় বিজয় মিছিল নিষিদ্ধ থাকছে ৷ গত সপ্তাহে বাংলায় ভোটের মাঝে সব দলের নির্বাচনী প্রচার, জনসভা, রোড শো, পদযাত্রা ও গাড়ি বা বাইক নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ৷