দেশ

ভোটার কার্ডের সঙ্গে যুক্ত হবে আধার, শীঘ্রই কাজ শুরুর ঘোষণা নির্বাচন কমিশনের

ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার নম্বর। এই সংযুক্তিকরণের পদ্ধতিগত কাজ দ্রুত শুরু হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণের টেকনিক্যাল বিষয়টির জন্য দেশের আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই এবং বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন। আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব-সহ উচ্চ পদস্থ অফিসার, ইউআইডিএআই-এর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তির পদ্ধতিগত কাজ শীঘ্রই শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩২৬ নম্বর ধারা, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪), ২৩(৫) এবং ২৩(৬) ধারা এবং এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে আধার এবং ভোটার কার্ডের সংযুক্তি করা হবে। এর জন্য নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরা ইউআইডিএআই-এর প্রতিনিধিদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে। প্রসঙ্গত, একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ডের অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে গরমিল খুঁজে পায় নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও ছড়ায়। এর পরই ভোটার কার্ডের সঙ্গে আধার সংশোধন নিয়ে আলোচনা চলছিল।