লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচন বিধি। কিন্তু তারপরেও কেন্দ্রে তরফে বিভিন্ন জনের মোবাইলে আসছে বিজেপি সরকারের বিকশিত ভারতের মেসেজ। হোয়াটসঅ্যাপে বিজেপি সরকারের বিকশিত ভারতের প্রচার, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা৷ আর ভোটের মুখে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো এই মেসেজ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে৷ এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে অনেক সাধারণ মানুষের কাছে এই নিয়ে অভিযোগ পায় নির্বাচন কমিশন। তারপরেই কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দিচ্ছে, এখনই যেন বিকশিত ভারত সম্পর্কিত মেসেজটি হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো বন্ধ করা হয়৷ এই নিয়ে রিপোর্টও চাওয়া হয়েছে৷ কমিশন সূত্রে খবর, বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে, সরকারি উদ্যোগে সরকারের প্রচারের জন্য এই মেসেজ সাধারণ নির্বাচন ঘোষণার পরেও পাঠানো হচ্ছে৷ নির্বাচনী আচরণ বিধিকে যা লঙ্ঘন করছে৷ আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় এখন আর নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের মেসেজ কাউকে ফরোয়ার্ড করা যাবে না বলে সাফ জানিয়েছে কমিশন। এই নিয়ে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতরকেও।