ডিজি বদলের পর এবার জেলাশাসক বদলি করল নির্বাচন কমিশন ৷ পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘লেভেল প্লেইং ফিল্ড’-এর কথা বলা হয়েছে ৷ অর্থাৎ নির্বাচন কমিশন কোনও পক্ষপাত করতে পারে না ৷ আসন্ন বিধানসভা ও লোকসভা ভোটে সব রাজনৈতিক দলকে সমান অধিকার দেওয়া হবে ৷ সেই প্রতিশ্রুতি থেকেই আজকের এই নির্দেশিকা ৷ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, দেশের চারটি রাজ্য- ওড়িশা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও গুজরাতে নন-ক্যাডার আধিকারিক যাঁরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলাশাসক পদে আসীন রয়েছেন, তাঁদের বদলি করা হচ্ছে ৷ এর পাশাপাশি নন-ক্যাডার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এসপিদেরও বদলি করা হল ৷ তবে তাঁরা কেউ আইএএস ক্যাডারের আধিকারিক নন ৷ ডব্লিউবিসিএস থেকে পদোন্নতি হয়ে আইএএস পদমর্যাদায় উন্নীত হয়েছেন ৷ তাঁদের জেলাশাসক ও এসপি পদ থেকে সরানো হল ৷ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷