নির্বাচনে সারা দেশের নজর বাংলায়। বেশির ভাগ সমীক্ষাই বলছে বাংলায় দখলদারি বজায় রাখতে চলেছে বাংলার মেয়ে মমতা। এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। এনডিটিভি ইটিজি রিসার্চে সমীক্ষা বলছে, ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। তাদের দাবি, ১৬৪ থেকে ১৭৬টি আসন পেতে পারে ঘাসফুল শিবির। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে ১০৫-১১৫টি আসন। মোর্চা পেতে পারে ১-১৫টি আসন। জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, এবার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। একুশের ভোটে গেরুয়া শিবির পেতে চলেছে ১৬২ থেকে ১৮৫টি আসন। অন্যদিকে তৃণমূল পাবে ১০৫ থেকে ১১৫টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১ থেকে ১৫টি আসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে রিপাবলিক এবং সিএনএক্সের সমীক্ষা। তাদের দাবি, একুশের ভোটে ১৩৮ থেকে ১৪৮টি আসন পেতে পারে বিজেপি। অর্থাত্ পালাবদল ঘটিয়ে ম্যাজিক ফিগার ছুঁতে পারে তারা। অন্যদিকে তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৩৮টি আসন। আর সংযুক্ত মোর্চার দখলে আসতে পারে ১১ থেকে ২১টি আসন। অন্যদিকে এবিপি ও সি-ভোটারের সমীক্ষার ফল অনুযায়ী রাজ্যে একুশের ভোটে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। অর্থাত্ সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূলই। অন্যদিকে বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫ আসন।