জেলা

জলপাইগুড়ির নাগরাকাটায় হাতির হানায় লন্ডভন্ড স্কুল

জলপাইগুড়ির নাগরাকাটায় হাতির হানায় লন্ডভন্ড হয়ে গেল প্রাথমিক স্কুল। গভীর রাতে ঘটনাটি ঘটে বামনডাঙ্গা চা বাগানের টন্ডু টিজি থ্রি প্রাথমিক স্কুলে। সেখানকার ডায়না লাইনে অবস্থিত স্কুলটি হাতির হানায় ক্ষতিগ্রস্ত। কিভাবে পঠনপাঠন চালু রাখা যাবে তা নিয়ে কুলকিনারা পাচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হাতিটি স্কুলের ভেতরে ঢুকে তান্ডব চালায়। প্রতিটি ক্লাসরুমের দরজা-জানালা, মিড ডে মিলের রান্নাঘর, অফিস, শৌচালয় ক্ষতিগ্রস্ত হয়। চতুর্থ শ্রেণির ক্লাসরুমের ভেতরের যাবতীয় আসবাব, বইপত্র রাখার আলমারি ভেঙে দেয় হাতি। স্কুলের মিড ডে মিলের রান্নাঘর আগে থেকেই হাতির হামলায় ভাঙা ছিল বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিন সেই ভাঙা রান্নাঘরেই ফের হামলা চালায় হাতি। এরপর রাত তিনটা নাগাদ ফিরে যায়। স্কুলের টিআইসি সুভাষ সার্কি জানান, এই বিপর্যয় সামলানোর জন্য স্কুল ভবন মেরামতি বাবদ যে তহবিলের প্রয়োজন তা তাঁদের নেই। প্রশাসন, বন দপ্তর ও ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে সব কিছু জানানো হয়েছে। বন দপ্তর জানিয়েছে, হাতির গতিবিধির ওপর বনকর্মীরা নজর রাখছেন।